মাদ্রাসা দারুল উলুম গুলশানে পাঞ্জাতন এর আদি কথা

 

Darul Ollom, Darul Uloom, Darul Ulum, Panjatan.org
Madrasa Darul Ulum Gulshane Panjatan

বাহিরচড়া নদীয়া জেলার অন্তর্গত নবদ্বীপ থানার অধীন একটা প্রত্যন্ত গ্রাম। গ্রামের বেশীর ভাগ মানুষের মধ্যেই লেখা পড়ার তেমন চল নেই। কি সাধারণ শিক্ষা বা কি ধর্মীয় শিক্ষা। সাধারণ শিক্ষার জন্য মাত্র একটা প্রথমিক বিদ্যালয় থাকলেও ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এমতাবস্থায় গ্রামের মসজিদ গুলোর তৎকালীন ইমাম সাহেবগণকে একত্রিত করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। নাম করণ করেন হজরত কুতুব উদ্দিন আখতার আলী আলকাদেরী (রহঃ)। তিনিই ছিলেন প্রথম সম্মানীয় সভাপতি। প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি - আবু নাছার সেখ, প্রতিষ্ঠাতা সম্পাদক - মঞ্জুর আলী সেখ। প্রথম শিক্ষক ছিলেন - মরহুম কাবাতুল্লা সেখ।

সেই সময় গ্রামের সাধারণ মানুষের মনে ছিল শংসয়, প্রতিষ্ঠাতা মন্ডলীর মনে ছিল ধোঁয়াশা, কি জানি টিকাতে পারবো কিনা এই প্রতিষ্ঠান।  অধিকাংশ  মোড়ল - মাতব্বরদের খোলাখুলি বিরোধীতা। সব বাধা পেড়িয়ে আল্লাহ -র রহমতে সেদিনের সেই সমস্ত শংসয়, ধোঁয়াশা, বিরোধীতা পেড়িয়ে বর্তমান সময়ে এলাকার সকল মানুষের প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে 

Previous Post
No Comment
Add Comment
comment url

আপনার পছন্দ হতে পারে